Saturday, October 4, 2025

10 spiritual Diwali (দীপাবলি/কালীপূজা) wishes in Bengali

 Here are 10 spiritual Diwali (দীপাবলি/কালীপূজা) wishes in Bengali, beautifully written and perfect for sharing on social media as Facebook/instagram caption, WhatsApp status..

১. শুভ দীপাবলির আলোর প্রদীপে তোমার জীবনের সব অন্ধকার দূর হোক। ঈশ্বরের আশীর্বাদে তোমার দিনগুলো হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরা। 

২. মা লক্ষ্মীর কৃপা ও কালীমায়ের শক্তি তোমার জীবনে আলো ছড়াক। শুভ দীপাবলি! 

৩. অন্ধকার থেকে আলোয়, অজ্ঞান থেকে জ্ঞানে—এই দীপাবলি তোমার জীবনে আনুক নতুন জাগরণ। 

৪. প্রতিটি প্রদীপ হোক আশার প্রতীক, প্রতিটি প্রার্থনা হোক শান্তির বার্তা। শুভ দীপাবলি! 

৫. মা কালী তোমার জীবনের সব দুঃখ-দুর্দশা দূর করুন, আর লক্ষ্মী দেবী দিন তোমাকে আনন্দ ও ঐশ্বর্যের বরকৃপা। 

৬. দীপাবলির এই পবিত্র রাতে তোমার হৃদয় ভরে উঠুক আলো ও করুণায়। শুভ দীপাবলি! 

৭. তোমার ঘরে আলো জ্বলুক শুধু প্রদীপে নয়, অন্তরে—সততা, ভালোবাসা ও শান্তির আলোয়। 

৮. কালীমায়ের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হোক শক্তি, সাহস ও সাফল্যে ভরা। 

৯. শুভ দীপাবলিতে প্রার্থনা করি—তোমার মন হোক নির্মল, জীবন হোক আলোকিত, আর আত্মা হোক শান্তিতে পরিপূর্ণ। 

১০. আলো জ্বেলে মুছে দাও সমস্ত অন্ধকার, অন্তরে আনো ভক্তির দীপ। শুভ দীপাবলি ও কালীপূজা! 

No comments:

Post a Comment

The Soft Magic of Christmas: Little Moments That Matter the Most

 Christmas is not just a date on the calendar. It’s a soft feeling… a slow warmth that settles in the heart long before the lights go up and...